Rudra Mostafa is a renowned poet, Storyteller and Screenwriter. He was born in July6,1985 in Tangail, Bangladesh. Rudra Mostafa got his Honor’s and Master’s degree in Bengali literature. Child Affairs Officer by profession he loves reading, history and mythology always fascinates him.He authored several books. Among them ‘Je golpo lekha hoyni’ ‘pireeto chander ullas’ ‘Basonti kingba jonopodobodhu’ are all books of Bengali Literature. He got Tangail Sahittya Sangsad Award,Matir Ma club Award for his contribution to literature. যে গল্পে আলিবাবা নেই রুদ্র মোস্তফা আলিবাবা বহুকাল আগে ভুলে গেছে দরজা খোলার মন্ত্র।আকাঙ্ক্ষার মন্ত্রগুলো ফুটছে রাজনীতির চুলায়।অথচ আমরা দরজার এপারে দাঁড়িয়ে আছিরজনী খোলার যত খোঁয়াড়ি আশায়। স্বাধীনতার গল্প লিখতে গিয়ে মর্জিনা লিখছে ক্রিতদাসীর গল্প সেই গল্পে আলিবাবা নেই।## জনপদবধূরুদ্র মোস্তফা গভীর হা মেলে গ্রাস করেছে যে অন্ধকার সে অন্ধকার দূর করার জন্য প্রয়োজনআশ্চর্য প্রদীপ।’বাসন্তী’ প্রতিটি পুরুষের ভেতর প্রদীপ খুঁজে।আলো হাতে আলাদিন ছাড়া আর কে বাতাকে দিবে অপার জীবন? কেননা, বাসন্তী জানে, হিরণ্ময় অন্ধকার পৃথিবীর সব পাপের আদিম উৎস।## সমুদ্র অথবা সংসার রুদ্র মোস্তফা ভেলা ভাসিয়ে সমুদ্র পাড়ি দেয়ার নাম সংসার।কেননা,একচোখা কেহেরমান ফিরে ফিরে আসে কামনা-ক্রোধ-রিরংসা হয়ে পথে পথে— কখনো ভাসিয়ে নেয়, কখনো তলিয়ে দেয়… সিনবাদের মতন অনঢ় পদক্ষেপেআঁধার-বিভ্রম মোকাবেলা করে ছুঁতে হয় তীর।বেলা-অবেলায় সততার সলতে জ্বালিয়ে নিজেকে না পোড়ালে সকল ডুবে যায় সমূলে।##
مشاركة :